এই গরমে অরগানিক রোজ ওয়েল ব্যাবহারের উপকারিতা দেখুন । benefits of using organic rose oil.

এই গরমে অরগানিক রোজ ওয়েল ব্যাবহারের উপকারিতা দেখুন । benefits of using organic rose oil.


বাইরের তীব্র গরমে কম বেশি আমাদের সবারই ত্বকের ক্ষতি হয়। যার জন্য না জেনে আমরা প্রায়শই নানা ধরনের পণ্য ব্যবহার করি। যা আমাদের ত্বকের জন্য আর ক্ষতিকর। এ ক্ষেত্রে  নিউট্রিপিওরের রোজ অয়েল হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন ।

 

🌹 এই গরমে কেন অর্গানিক রোজ অয়েল ব্যবহার করবেন?

  ১. ত্বককে হাইড্রেট রাখে: গরমে ত্বক অতিরিক্ত ঘাম ও রোদে ডিহাইড্রেট হয়ে পড়ে। রোজ ওয়েল ত্বকের ভেতর থেকে ময়েশ্চার ধরে রাখে।

  ২. রোদে পোড়া ত্বক সারায়: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন E সূর্যের ক্ষতিকর প্রভাব     কমাতে সাহায্য করে।

 .ত্বক ঠান্ডা রাখে: রোজ ওয়েলের প্রাকৃতিক সুগন্ধ ও কুলিং এফেক্ট ত্বকে প্রশান্তি আনে।

  ৪.  প্রাকৃতিক ও কেমিকেল-মুক্ত: এতে কোনো কৃত্রিম উপাদান নেই,তাই সংবেদনশীল           ত্বকেও এটি নিরাপদ।


 

🧴 বয়সের ছাপ কমাতে ও ব্রণ দূর করতে কীভাবে কাজ করে?

✨ বয়সের ছাপ কমাতে:

. কোলাজেন উৎপাদন বাড়ায়: রোজ ওয়েলে থাকা ভিটামিন A ও সি ত্বকের কোলাজেন উৎপাদনে     সহায়তা করে,যা ত্বককে টানটান রাখে।

. ফাইন লাইন ও রিঙ্কল হালকা করে: নিয়মিত ব্যবহারে ত্বক স্মুথ ও উজ্জ্বল হয়।

. অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর: ফ্রি-র্যাডিকাল নষ্ট করে বয়সের ছাপ কমায়।

🧼 ব্রণ দূর করতে:

অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ: ব্যাকটেরিয়ার কারণে হওয়া ব্রণ প্রতিরোধ করে।

ত্বকের তেল নিয়ন্ত্রণে সাহায্য করে: অতিরিক্ত সিবাম কমায় যা ব্রণ হওয়ার অন্যতম কারণ।

দাগ হালকা করে: ব্রণের দাগ ও পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে।

 নিউট্রিপিওর অর্গানিক রোজ অয়েলের উপকারিতা :

 

১ . ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে

২ .ত্বক উজ্জ্বল করে ও ডার্কসার্কেল কমায় ।

৩ .বলিরেখা ও বয়সের ছাপ কমায় ।

৪ . রোদে পোড়া ভাব দূর করে ।

৫ . স্কিন ড্যামেজ দূর করে ।

Back to blog