বাইরের তীব্র গরমে কম বেশি আমাদের সবারই ত্বকের ক্ষতি হয়। যার জন্য না জেনে আমরা প্রায়শই নানা ধরনের পণ্য ব্যবহার করি। যা আমাদের ত্বকের জন্য আর ক্ষতিকর। এ ক্ষেত্রে নিউট্রিপিওরের রোজ অয়েল হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন ।
🌹 এই গরমে কেন অর্গানিক রোজ অয়েল ব্যবহার করবেন?
১. ত্বককে হাইড্রেট রাখে: গরমে ত্বক অতিরিক্ত ঘাম ও রোদে ডিহাইড্রেট হয়ে পড়ে। রোজ ওয়েল ত্বকের ভেতর থেকে ময়েশ্চার ধরে রাখে।
২. রোদে পোড়া ত্বক সারায়: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন E সূর্যের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে।
৩.ত্বক ঠান্ডা রাখে: রোজ ওয়েলের প্রাকৃতিক সুগন্ধ ও কুলিং এফেক্ট ত্বকে প্রশান্তি আনে।
৪. প্রাকৃতিক ও কেমিকেল-মুক্ত: এতে কোনো কৃত্রিম উপাদান নেই,তাই সংবেদনশীল ত্বকেও এটি নিরাপদ।
🧴 বয়সের ছাপ কমাতে ও ব্রণ দূর করতে কীভাবে কাজ করে?
✨ বয়সের ছাপ কমাতে:
. কোলাজেন উৎপাদন বাড়ায়: রোজ ওয়েলে থাকা ভিটামিন A ও সি ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে,যা ত্বককে টানটান রাখে।
. ফাইন লাইন ও রিঙ্কল হালকা করে: নিয়মিত ব্যবহারে ত্বক স্মুথ ও উজ্জ্বল হয়।
. অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর: ফ্রি-র্যাডিকাল নষ্ট করে বয়সের ছাপ কমায়।
🧼 ব্রণ দূর করতে:
অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ: ব্যাকটেরিয়ার কারণে হওয়া ব্রণ প্রতিরোধ করে।
ত্বকের তেল নিয়ন্ত্রণে সাহায্য করে: অতিরিক্ত সিবাম কমায় যা ব্রণ হওয়ার অন্যতম কারণ।
দাগ হালকা করে: ব্রণের দাগ ও পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে।
নিউট্রিপিওর অর্গানিক রোজ অয়েলের উপকারিতা :
১ . ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে
২ .ত্বক উজ্জ্বল করে ও ডার্কসার্কেল কমায় ।
৩ .বলিরেখা ও বয়সের ছাপ কমায় ।
৪ . রোদে পোড়া ভাব দূর করে ।
৫ . স্কিন ড্যামেজ দূর করে ।