ঘরোয়া ভাবেই নতুন চুল গজাবে ।

ঘরোয়া ভাবেই নতুন চুল গজাবে ।

🌿 নতুন চুল গজানোর ঘরোয়া রেসিপি (Hibiscus  Hair Oil)

🧂 যা যা লাগবে:

জবা ফুল – ৪-৫টি

নারকেল তেল – ১ কাপ

ক্যাস্টর অয়েল – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)


🧪 তৈরি প্রক্রিয়া:

. প্রথমে মেথি বীজ পানিতে ভিজিয়ে ৪-৫ ঘণ্টা রাখুন।

. এরপর জবা ফুল ও মেথি বীজ একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।

. নারকেল তেল গরম করুন। অল্প আঁচে ওই পেস্টটি দিয়ে দিন।

. ৭-১০ মিনিট ভালোভাবে নাড়ুন যতক্ষণ না তেলের রঙ পরিবর্তন হয়।

. চাইলে এই পর্যায়ে ক্যাস্টর অয়েল মেশাতে পারেন।

. ঠান্ডা হলে ছেঁকে একটি পরিষ্কার বোতলে সংরক্ষণ করুন।


🧴 ব্যবহারবিধি:

সপ্তাহে ২-৩ দিন মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন।

তেল লাগিয়ে ১-২ ঘণ্টা রাখুন বা সারা রাত রেখে দিন।

এরপর মাইল্ড বা হারবাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


উপকারিতা:

মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে

পুরনো চুল শক্ত ও স্বাস্থ্যবান করে

খুশকি ও চুল পড়া কমায়

চুল ঘন, কালো ও মসৃণ করে


টিপস:
– এক মাস নিয়মিত ব্যবহারে ফলাফল দেখা শুরু হবে।
– রসুনের টুকরো এই তেলে মিশিয়ে দিলে আরো ভালো ফল পাওয়া যায়।

🌿 কিন্তু সবার সময় তো আর নেই এইসব ঘরোয়া উপাদান মেপে তৈরি করার!

       

ঘরে বানানো তেল যখন সময়সাপেক্ষ, তখন NutriPure Joba Oil হোক আপনার স্কিনকেয়ার শর্টকাট! Just apply,

Nutripure Joba Oil" ✨

 চুলের গ্রোথ ও নতুন চুল গজাতে সাহায্য করে  Nutripure Joba Oil . 🔥

Back to blog