চুলকে ঘন ও লম্বা করার রেসিপি How to Make your hair thicker and promote its growth.

চুলকে ঘন ও লম্বা করার রেসিপি How to Make your hair thicker and promote its growth.

চুল বড় ও দ্রুত বৃদ্ধি করতে হলে নিয়মিত যত্ন, সঠিক পুষ্টি এবং কিছু প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। জবা ফুলের তেল (হিবিসকাস অয়েল) চুল বড় ও ঘন করতে কিছুটা সহায়ক হতে পারে। এটি বহুদিন ধরে প্রাকৃতিক উপায়ে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। নিচে জবা অয়েলের কিছু উপকারিতা দেওয়া হল :

 এই ক্ষেত্রে নিউট্রিপিওরের  প্রাকৃতিক জবা অয়েল হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন।

✅ নিউট্রিপিওর জবা অয়েলের উপকারিতা চুলের জন্য:

 চুলকে বৃদ্ধি করে – জবায় থাকা ভিটামিন C ও অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া

1.মজবুত করে এবং হেয়ার গ্রোথ স্টিমুলেট করে চুলকে লম্বা করে।

2.নতুন চুল গজায় –  চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে ।

 3. ক্যারাটিন উৎপাদন বৃদ্ধি করে  – আমাদের চুলের ভিতরে যে ক্যারাটিন নামক প্রোটিন আছে সেটা উৎপাদন ও বৃদ্ধি করে ।

4.  চুলের ন্যাচারাল কালারকে ফুটিয়ে তোলে ও স্মুথ করে – এটি চুলে ন্যাচারাল শাইন 

      আনে ও ড্রাইনেস কমায় ।

   নিউট্রিপিওর জবা অয়েল ব্যাবহার বিধি :

 Step- 1:চুলের লেংথ অনুযায়ী অয়েল নিয়ে পুরো চুলে এপ্লাই করতে হবে। ৭ থেকে ১০ মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে। **একাধিক অয়েলের ক্ষেত্রে একটা পাত্রে সমপরিমাণ               অয়েল মিক্স করে চুলে এপ্লাই করতে হবে।

 Step-2: পরবর্তীতে শাওয়ার নেয়ার সময় মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এক্ষেত্রে নিউট্রিপিওরের অর্গানিক শ্যাম্পু সবচেয়ে বেস্ট কাজ করে।  

 Step-3: ভালো ফলাফলের জন্য একদিন পর পর সপ্তাহে ৩ দিন প্রসেসটি ফলো করবেন ।

 

Back to blog