🌹 ঘরোয়া ভাবে রোজ পেটাল পাউডার (Homemade Rose Petal Powder)
🏡 প্রস্তুত প্রণালী (How to Make):
১. তাজা গোলাপের পাঁপড়ি সংগ্রহ করুন:
রাসায়নিকমুক্ত ও গাঢ় রঙের (লাল/গোলাপি) ফুল ব্যবহার করুন।
২. ধুয়ে নিন:
পাঁপড়িগুলো ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ধুলাবালি ও কীটনাশক পরিষ্কার করুন।
৩. শুকিয়ে নিন:
ছায়াযুক্ত শুকনো জায়গায় ৩–৫ দিন শুকান। সরাসরি রোদে দিলে রঙ ফিকে হয়ে যায়।
৪. গুঁড়া করুন:
একেবারে শুকিয়ে গেলে পাঁপড়িগুলো ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে গুঁড়া করে নিন।
সংরক্ষণ:
একটি বায়ুরোধী কাচ বা প্লাস্টিকের কন্টেইনারে রেখে ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
🧂 উপকরণ (Ingredients):
তাজা গোলাপ পাঁপড়ি – ২ কাপ (পরিমাণমতো)
(ঐচ্ছিক) তুলসী পাতা / নিম পাতা – অতিরিক্ত গুণের জন্য
🌟 উপকারিতা (Benefits of Rose Petal Powder):
✅ ত্বককে হাইড্রেট করে ও কোমল রাখে
✅ ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়
✅ ব্রণ ও র্যাশ কমাতে সহায়ক (অ্যান্টি-ইনফ্লেমেটরি)
✅ ত্বকের রঙ সমান ও দাগহীন করে
✅ ত্বকে ঠাণ্ডা ও প্রশান্ত করে – সানবার্ন বা র্যাশে উপকারী
✅ প্রাকৃতিক সুগন্ধী – মুখে ও শরীরে সতেজতা আনে
💡 ব্যবহারবিধি (How to Use):
১. ফেসপ্যাক:
👉 রোজ পাউডার + দুধ/দই/মধু → ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।
২. স্কিন টোনার:
👉 রোজ পাউডার + গোলাপ জল = ত্বক টোন ও টাইট করতে সাহায্য করে।
৩. হেয়ার প্যাক:
👉 রোজ পাউডার + মেথি পাউডার + দই = চুল মসৃণ ও কোমল করে।
🌿 কিন্তু সবার সময় তো আর নেই এইসব ঘরোয়া উপাদান মেপে তৈরি করার!
ঘরে বানানো পাউডার যখন সময়সাপেক্ষ, তখন NutriPure Rose Petal Powder হোক আপনার স্কিনকেয়ার শর্টকাট!
APPLY " Nutripure Rose Petal Powder " যা আপনার ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল রাখে ।
✅ বিশেষ টিপস:
. শুধু লাল বা গাঢ় রঙের গোলাপ ব্যবহার করুন – এতে অ্যান্টি-অক্সিডেন্ট বেশি থাকে।
. ছায়ায় শুকানো সবচেয়ে ভালো – এতে গন্ধ ও রঙ বজায় থাকে।
. চাইলে মুলতানি মাটি বা চন্দন পাউডারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।