পেঁয়াজের তেল দিয়ে কীভাবে চুল পড়া বন্ধ করতে পারেন

পেঁয়াজের তেল দিয়ে কীভাবে চুল পড়া বন্ধ করতে পারেন

পেয়াজের তেল দিয়ে চুল পড়া ও ড্যামেজ কমাতে ২টি ঘরোয়া স্পা মাস্ক রেসিপিঃ

✅ 1. অনিয়ন অয়েল + অ্যালোভেরা মাস্ক (চুল পড়া বন্ধ ও স্ক্যাল্প কুলিং)

উপকরণ:

. ১ টেবিল চামচ নিউট্রিপিওর অনিয়ন অয়েল
. ২ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল

পদ্ধতি:
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


 

✅ 2. অনিয়ন অয়েল + ডিম মাস্ক (চুল ঘন ও মসৃণ করতে)

উপকরণ:

. ১ টেবিল চামচ নিউট্রিপিওর অনিয়ন অয়েল
. ১টি ডিম (ফেটানো)

পদ্ধতি:
দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে ৩০–৪০ মিনিট অপেক্ষা করুন, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

 

এই মাস্কগুলো সপ্তাহে ১–২ বার ব্যবহার করলে চুল পড়া কমে, চুল ঘন ও মজবুত হয়।

 

Back to blog