ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে যাবেন? এই ৫টি প্রোডাক্ট সাথে রাখুন যাতে আপনার স্কিন থাকবে গ্লোয়িং, চকচকে এবং প্রটেকটেড
১. দিনে দুইবার ফেইসওয়াস ইউজ করুন, ফেইস ওয়াস স্কিনের এক্সেস অয়েল, ডার্ট ও পল্যুট্যান্টস দূর করে স্কিন রাখে হেলদি ফ্রেশ। এই গরমে স্কিনের ডালনেস দূর করতে ৯৯% ডেরিভেটিভ ভিটামিন সি সমৃদ্ধ Nutirpure Whitamin c ক্লিনজার টি ব্যবহার করতে ডার্মাটোলোজিস্ট রা সাজেস্ট করেন। কারণ ভিটামিন সি স্কিন কে ব্রাইট করে স্পট দূর করতে সাহায্য করে।
২. স্কিন কেয়ারে এন্টিঅক্সিডেন্ট ও কোলাজেন জাতীয় ময়েশ্চারাইজার অথবা সেরাম ব্যবহার করুন। সেক্ষেত্রে নিউট্রিপিওরের Rose অয়েল হতে পারে বেস্ট অপশন।
৩. স্কিন কে সব সময় হাইড্রেট রাখুন, ঘুমানোর আগে অবশ্যই স্কিন ক্লিনজার দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ইউজ করে ঘুমাতে ভুলবেননা।
৪. সপ্তাহে ২-৩ দিন স্কিন এক্সফোলিয়েট ফেসিয়াল করুন, এতে স্কিনের ড্যামেজ হওয়া ডেডসেলস গুলো দূর হয় এবং স্কিনের গ্লো বুস্ট হয়। এক্ষেত্রে নিউট্রিপিওরের Brightening Facial Pack সবচেয়ে বেস্ট কাজ করে।যার মধ্যে আছে সান্ডালউড, কাস্তুরি টার্মেরিক, রোজ পেটাল, হানি সহ নানান সিক্রেট ন্যাচারাল উপাদান যা স্কিন কে ভেতর থেকে ব্রাইট করে এবং ডার্কস্পট, সানবার্ন দূর করে।
৫. ভারী মেকআপ এভয়েড করুন।
৬. অর্গানিক টোনার ব্যবহার করুন। অর্গানিক টোনার ওপেন পোরস ক্লিন করে এবং বন্ধ করে স্কিন কে ঘাম, অয়েল এন্ড ডার্ট থেকে মুক্ত রাখে। বাংলাদেশের সেরা অর্গানিক Rose Facial Mist Toner পাওয়া যাচ্ছে নিউট্রিপিওরে।
৭. ফ্রুট জুস, ডেটক্স ওয়াটার বেশি বেশি খাবেন।
৮. সুগারি ড্রিংক থেকে দূরে থাকুন।
৯. কটন ও ঢিলে ঢালা জামা কাপড় পরিধান করুন।