✨ হোমমেইড বডি ব্রাইটেনিং স্ক্রাব রেসিপি
🥄 প্রয়োজনীয় উপকরণ:২ টেবিল চামচ বেসন (চিকন গুঁড়ো)
১ টেবিল চামচ চিনি (মাইল্ড স্ক্রাবিংয়ের জন্য)
১ চা চামচ কাঁচা হলুদ বা কস্তূরী হলুদ
১ টেবিল চামচ লেবুর রস
২ টেবিল চামচ দই বা দুধ
🧴 প্রস্তুত প্রণালী:
১. সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
২. প্যাকটি গোটা শরীরে লাগিয়ে ৫ মিনিট রেখে নিন।
৩. এরপর হালকা হাতে সার্কুলার মোশনে ঘষে স্ক্রাব করুন।
৪. কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
🌟 উপকারিতা:
মরা চামড়া তুলে দেয়
দাগছোপ ও পিগমেন্টেশন হালকা করে
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে
ত্বক হয় মসৃণ ও কোমল
🌿 কিন্তু সবার সময় তো আর নেই এইসব ঘরোয়া উপাদান মেপে তৈরি করার!
তাই ঘরে বসেই স্পা-লেভেলের উজ্জ্বলতা পেতে এখন বেছে নিন—
🔥 NutriPure Glow Organic Body Scrub
💛 ১০০% প্রাকৃতিক কস্তূরী হলুদ, চন্দন, অরেঞ্জ পিল পাওডার, ব্রাউন সুগার ও কোকোনাট অয়েলে তৈরি এই স্ক্রাব এক্সফোলিয়েট করে ত্বককে ভিতর থেকে করে তোলে উজ্জ্বল, দাগহীন আর মসৃণ।
📢 "ঘরে বানানো স্ক্রাব যখন সময়সাপেক্ষ, তখন NutriPure Glow Organic Body Scrub-ই হোক আপনার স্কিনকেয়ার শর্টকাট! Just apply, scrub & glow!" ✨