ঘরোয়া ভাবে তৈরি জবা পাউডার ত্বককে রাখে টানটান ও উজ্জ্বল । "Homemade hibiscus powder keeps the skin firm and radiant."

🌺 ঘরোয়া ভাবে জবা পাউডার – সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যচর্চার উপাদান


🏡 প্রস্তুত প্রণালী (How to Make Hibiscus Powder at Home):

 ১. জবা ফুল সংগ্রহ করুন: লাল রঙের টাটকা বা শুকনো জবা ফুল নিন।

 ২.  ভালোভাবে ধুয়ে নিন: ফুলের ধুলা-ময়লা পরিষ্কার করে পানিতে ধুয়ে ফেলুন।

 ৩. শুকিয়ে নিন: ছায়ায় বা হালকা রোদে ফুলগুলো সম্পূর্ণ শুকিয়ে নিন (৩–৫ দিন)।

 ৪. গুঁড়া করুন: শুকনো ফুল ব্লেন্ডারে বা হাত পেষণ যন্ত্রে গুঁড়া করে নিন।

 ৫. সংরক্ষণ করুন: একটি শুকনো, বায়ুরোধী কৌটায় সংরক্ষণ করুন। এটি ২–৩ মাস পর্যন্ত     ভালো থাকে।


🧂 উপকরণ (Ingredients):

    . টাটকা বা শুকনো জবা ফুল – প্রয়োজন মতো

    . (ঐচ্ছিক) নিম পাতা বা তুলসী পাতা – অ্যান্টিসেপটিক গুণ বৃদ্ধির জন্য


🌟 উপকারিতা (Benefits of Hibiscus Powder):

ত্বককে টানটান রাখে ও বয়সের ছাপ কমায়
ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে
ব্রণ, দাগ ও র্যাশ কমায়
ত্বকের মৃত কোষ দূর করে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে
চুলের যত্নেও কার্যকর – খুশকি ও চুল পড়া কমায়
ত্বক ও চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে 

🌿 কিন্তু সবার সময় তো আর নেই এইসব ঘরোয়া উপাদান মেপে তৈরি করার!

ঘরে বানানো পাউডার যখন সময়সাপেক্ষ, তখন NutriPure Hibiscus (Joba) Powder হোক আপনার স্কিনকেয়ার শর্টকাট!

Just apply "Hibiscus (Joba ) Powder . যা আপনার ত্বককে উজ্জ্বল রাখার পাশাপাশি বয়সের ছাপ কমিয়ে ত্বককে টানটান রাখে।


💡 ব্যবহারবিধি (Simple Uses):

   . ফেসপ্যাক:
   জবা পাউডার + দই/দুধ/মধু → মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

  . হেয়ার প্যাক:
   জবা পাউডার + আমলকি পাউডার + পানি/দই → মাথায় লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Back to blog