Natural Dandruff Solution: Coconut Oil for a Healthy Scalp.প্রাকৃতিকভাবে খুশকি দূর করুন ঘরোয়া নারকেল তেল দিয়ে

🥥 ঘরোয়া নারকেল তেল দিয়ে স্ক্যাল্পের খুশকি দূর করুন: প্রাকৃতিক যত্নে সমাধান (Homemade Coconut Oil )

স্ক্যাল্পে খুশকি বা চুলকানি? কেমিক্যালের বদলে বেছে নিন ঘরোয়া নারকেল তেলের যত্ন। নারকেল তেলে থাকা অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান স্ক্যাল্প পরিষ্কার রাখতে এবং খুশকি দূর করতে সাহায্য করে।


✅ উপকরণ:  Homemade coconut oil ingredients  

  বিশুদ্ধ নারকেল তেল – ২ টেবিল চামচ  ( Organic Coconut Oil ) 

  লেবুর রস – ১ চা চামচ (ঐচ্ছিক)

  গরম পানির পাত্র ও তুলা


🥣 প্রস্তুতি ও ব্যবহার:

  নারকেল তেল হালকা গরম করে নিন। ( Homemade Coconut Oil

  চাইলে এর সাথে লেবুর রস মিশিয়ে নিন।

  তুলা দিয়ে সরাসরি স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন। ( Best coconut oil for hair scalp )

  ৩০–৪৫ মিনিট রেখে হালকা হেয়ার ওয়াশ দিয়ে চুল ধুয়ে ফেলুন।

  সপ্তাহে ২-৩ বার ব্যবহারে ভালো ফল মিলবে।


🌿 উপকারিতা:

  স্ক্যাল্পে জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর করে

  খুশকি হ্রাস করে এবং মাথার ত্বক হাইড্রেট রাখে

  নতুন চুল গজাতে সহায়তা করে ( Coconut Oil for Hair Growth )

 প্রাকৃতিকভাবে চুল মসৃণ ও উজ্জ্বল রাখে

🌿 কিন্তু সবার সময় তো আর নেই এইসব ঘরোয়া উপাদান মেপে তৈরি করার!


ঘরে বানানো তেল যখন সময়সাপেক্ষ, তখন NutriPure Coconut Oil .হোক আপনার হেয়ারকেয়ার শর্টকাট! 

পুরোপুরি প্রাকৃতিক ভাবে তৈরি Nutripure Coconut Oil

Organic Coconut Oil Reviews in Bd

🌟 টিপস:

অতিরিক্ত খুশকির জন্য নারকেল তেলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন

শুষ্ক স্ক্যাল্পের জন্য লেবু না ব্যবহার করাই ভালো । 

Back to blog