মাত্র ১০ মিনিটে স্কিন ডিটক্স! Skin detox in just 10 minutes!

মাত্র ১০ মিনিটে স্কিন ডিটক্স! Skin detox in just 10 minutes!

দিনশেষে মেকআপ, ধুলোবালি আর দূষণের কারণে ত্বক ক্লান্ত ও মলিন দেখায়? নিয়মিত ভালোভাবে ক্লিন না করলে, মেকআপ স্কিনের গভীরে জমে লোমকূপ ব্লক করে দেয়, ফলে ব্রণ, ব্ল্যাকহেডস আর রুক্ষতা দেখা দেয়। কিন্তু চিন্তার কিছু নেই! মাত্র ১০ মিনিটেই স্কিন ডিটক্স করা সম্ভব ন্যাচারাল উপায়ে।

প্রাকৃতিক স্কিন ডিটক্স উপায়

✅ অ্যাকটিভেটেড চারকোল ফেস প্যাক: এটি ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করে স্কিন করে তোলে ফ্রেশ ও ব্রাইট।
✅ অ্যালোভেরা ও মধু: স্কিন হাইড্রেট রাখে, মেকআপ রিমুভ করতেও কার্যকর।
✅ গোলাপ জল ও গ্রিন টি: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা স্কিনকে রিফ্রেশ ও টোন করে।
✅ বেসন ও দুধ: ডেড সেল রিমুভ করে স্কিন করে সফট ও হেলদি।

শুধু ন্যাচারাল উপাদান ব্যবহার করে স্কিন ডিটক্স করতে চান?

👉 Nutripure Activated Charcoal Detox Facial Pack হলো পারফেক্ট সমাধান! এটি অ্যাকটিভেটেড চারকোল ও হেলদি হার্বস দিয়ে তৈরি, যা মেকআপের জমাট ময়লা টেনে বের করে ত্বককে করে তুলবে দাগহীন, ক্লিন ও ব্রাইট!

📌 🔥 আজই অর্ডার করুন! ২০০ টাকা ছাড় 

https://nutripurebd.com/products/activated-charcoal-detox-facial-pack

Back to blog