বিশেষজ্ঞদের মতে টি ট্রি অয়েলের ৫টি দারুণ উপকারীতা। বিস্তারিত জানতে পড়ুন

💥ব্রণ দূর করতে কার্যকর 

টি ট্রি অয়েল ব্যাকটেরিয়া ও ইনফ্লামেশন কমায়, যা ব্রণ কমাতে দারুণভাবে কাজ করে। নিয়মিত ব্যবহারে ব্রণ কমে ও ত্বক পরিষ্কার থাকে।

🌸ত্বকের দাগ ও দুশ্চিন্তা হ্রাসে সহায়ক 

পুরনো ব্রণের দাগ বা হালকা কালো দাগ হালকা করতে টি ট্রি অয়েল খুব কার্যকর। স্কিন টোন ইভেন করে ও গ্লো বাড়ায়।

🧴স্ক্যাল্পের খুশকি ও চুলকানি কমায় 

টি ট্রি অয়েল অ্যান্টি-ফাংগাল এবং অ্যান্টিসেপটিক, যা স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে এবং খুশকি দূর করে

🌿

ঘামের দুর্গন্ধ রোধে প্রাকৃতিক ডিওডোরেন্ট 

ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ফলে টি ট্রি অয়েল ব্যবহারে ঘামের দুর্গন্ধ কমে এবং ফ্রেশ ফিল হয়।


💅হাত-পায়ের নখের ফাঙ্গাল ইনফেকশন দূর করে 

নখে ফাঙ্গাস হলে টি ট্রি অয়েল নিয়মিত লাগালে ইনফেকশন দ্রুত সারে এবং নখ হয়ে ওঠে সুস্থ ও সুন্দর ।

                 

নিউট্রিপিওরে পাচ্ছেন প্রিমিয়াম টি ট্রি অয়েল যা আপনার স্কিনকে বিশেষ যত্নের সাথে রাখে প্রটেক্টেড ৪৮ ঘণ্টা পর্যন্ত।
টি ট্রি অয়েলকে আপনার জীবনের সঙ্গী করে নিতে এখুনি ইনবক্স করুন।

Back to blog